GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ ২৯ ডিসেম্বরের কর্মসূচিতে বাধা দেয়া হলে পরিনতি ভয়াবহ হবে বলে  হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে গুলশান কার্যালয়ে বড়দিন উপলক্ষে খৃষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

বেগম খালেদা জিয়া বলেন, সরকারের সৎ সাহস থাকলে আমাদের কর্মসূচিতে কোন বাধা দেবে না। আর বাধা দেয়া হলে এর পরিনতি হবে ভয়াবহ। এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

সংবিধান সংশোধনের সুযোগ রয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন  বলেন, সংসদ অধিবেশন ডেকে সংবিধান সংশোধন করে  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। একগুয়েমি ও প্রতারণা ছেড়ে নির্বাচনী তফসিল বাতিল করে সমাঝোতায় আসুন। আমরা শান্তি চাই, আমরা চাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন ব্যর্থ ও অপদার্থ। সরকারের নির্দেশ মানা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। কিন্তু নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তাদের যে দায়িত্ব পালনের কথা তা করছে না।

বর্তমান সরকারকে স্বৈরাচারি হিসেবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এটা কোনো গণতান্ত্রিক ও জনগণের সরকার নয়। এটা স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকার। এই সরকারের কাছে কোনো ধর্মের লোক নিরাপদ নয়।

সব দলের অংশগ্রহণে নির্বাচন দাবি করে বিরোধী দলীয় নেত্রী বলেন, আমরা চাই সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ সেটা চায় না। তারা চায় বিরোধী দল বিহীন নির্বাচন করে আজীবন ক্ষমতায় থাকতে । তাই তারা নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করে নিয়েছে। এসব দেখে মনে হচ্ছে দেশ জনগণের নয়, দেশ হচ্ছে আওয়ামী লীগের।

সরকার জনগণকে ভয় পায় মন্তব্য করে তিনি বলেন, তারা নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসাবে দাবি করে থাকে। তাহলে তারা কেন গণতন্ত্র ও জনগণকে ভয় পায়। সরকারের মন্ত্রী-এমপিরা ক্ষমতায় থেকে বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছে। নির্বাচন কমিশনকে তারা যে হিসাব দিয়েছে এর চেয়েও বেশী সম্পদ রয়েছে তাদের।

আওয়ামী লীগ  জনগণের সাথে দখলদার সরকারের ন্যায় আচরণ করছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, যৌথ বাহিনীর অভিযানের নামে গরীব মানুষের বাড়ি-ঘরে হানা দিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের এজেন্টরা বাস পুড়িয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর এর দায় চাপিয়ে দিচ্ছে। নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, যতোই চেষ্টা করুন আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, ক্ষমতায় থাকতে দেয়া হবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খৃস্টান এসোসিয়েশনের সভাপতি এ্যালবার্ট পি কস্টা, আর্চ বিশপ ফলিনিউস কস্তা, বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এড. জন গোমেজ, ধর্মগুরু ফাদার আলবার্ট রোজারিও, খৃস্টান এসোসিয়েশনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সভাপতি মৃগেন হাগিদক, এসোসিয়েশনের উপদেষ্টা এড. মাইকেল,  অঞ্জন খিসান, যুব বিষয়ক সম্পাদক ডেভিড রোজারিও প্রমুখ।
Comments
0 Comments
 
Top