GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

  
চেতনা বার্তা ডেস্কঃ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন হবেই হবে। ঢাকামুখী অভিযাত্রার নামে সহিংসতা ও নৈরাজ্য সহ্য করা হবে না। বুধবার চাঁদপুরের রঘুনাথপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদেরকে ছেড়ে সহিংসতা, সন্ত্রাস ও নাশকতা বাদ দিয়ে বিরোধী দলীয় নেত্রী যদি আলোচনার মাধ্যমে সমঝোতায় আসেন তা হলে দশম সংসদ ভেঙে দিয়ে একাদশ নির্বাচন দেয়া হবে।

আগামী ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির সমালোচনা করে দীপু মনি বলেন, হেফাজতের তান্ডবের সময় আহ্বান করেছিলেন ঢাকাবাসীকে তাদের পাশে দাঁড়াতে, সেদিন তার ডাকে কেউ সাড়া দেয়নি। দেশের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্যে ওনার (খালেদা জিয়া) ডাকে আমেরিকা, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাড়া দেয়নি, ঢাকাবাসীও সাড় দেবে না। কারণ, আন্দোলন-সংগ্রামে এখন বিএনপি নেতাকর্মীদের ‘হারিকেন’ দিয়েও খুঁজে পাওয়া যায় না। এখন তার আশপাশে যারা আছে তারা সব জামায়াত আর শিবির। তাদেরকেই মূলত তিনি ডাক দিয়েছেন ঢাকায় যাওয়ার জন্যে। যুদ্ধাপরাধীদেরকে জাতীয়পতাকা নিয়ে ঢাকার যাওয়ার এ আবেদনও দেশবাসী মানবে না।

দীপু মনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন করতে চাইলে তার সাথে জনসম্পৃক্ততা থাকে। মানুষ মারলে ৩ হাজার টাকা, গাড়ি ভাঙলে ১ হাজার টাকা, গাড়ি পুড়ালে ২ হাজার টাকা এরকম ‘রেইট’ ঠিক করে দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড সারাদেশে চালাবেন তা আমরা সহ্য করবো না।

দীপু মনি বলেন, তিনি (খালেদা) কালও পাকিস্তানকে নিন্দা জানাননি। তিনি বলেছেন, মর্মাহত। তার এ মর্মাহত দেখে আমরাও মর্মাহত। পাকিস্তানকে নিন্দা জানাতে তিনি ব্যর্থ হওয়ায় আমরা তাকে ধিক্কার জানাই।

এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া বক্তব্য রাখেন।
Comments
0 Comments
 
Top