GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


চেতনা বার্তা ডেস্কঃ মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে বাসে আগুন দিয়ে পুলিশ সদস্য নিহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী এ নির্দেশানা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ হামলায় পুলিশের এক সদস্যসহ দুইজন আহত হয়েছেন। খবর বাসস।

আবুল কালাম আজাদ জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। এ হামলায় পুলিশের কনস্টেবল নিহত হওয়ায় শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে পুলিশ সদস্যদের বহনকারী বাসে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে ফেরদৌস নামে পুলিশের একজন সদস্য নিহত হন। আহত হন পুলিশের আরও একজন সদস্য ও বাসের চালক। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পঞ্চম দফার অবরোধ শেষ হওয়ার সাড়ে ছয় ঘণ্টার মাথায় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় অগ্নিদগ্ধ কনস্টেবল মো. সাইদুর ও চালক বায়েজীদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
Comments
0 Comments
 
Top