মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মতো গতকাল বগুড়া সদরের বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হইতে ৫ম শ্রেণি এবং ঐতিহ্যবাহী বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি হইতে ৯ম শ্রেণি পর্য়ন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বাঘোপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান এর সভাপতিত্বে উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকের শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতিতে সার্বিক সহযোগীতা করা একটি পরিবারের অন্যতম দায়িত্ব। কেননা পরিবার শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সঠিকভাবে দিকনির্শেনা দেওয়া অভিভাবকদের যেমন দায়িত্ব, তেমনি দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষকদেরও। সচেতন হতে হবে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে। সচেতন হতে হবে তাদের মননশীলতাই। এসময় বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসা (ইউএসএ) প্রাথমিক শিক্ষা পর্যবেক্ষক কারিন কুন্জ ও জন ভোরশেখ উপস্থিত ছিলেন। তারা বই বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাজমা আক্তার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক ডাবলু, আলিম উদ্দিন মাষ্টার, ঈসরাইল হোসেন, ইউপি সদস্য নাজমা সরকার সহ স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা।
----------------------------
শহীদুল ইসলাম স্বপন
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি
----------------------------
শহীদুল ইসলাম স্বপন
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি