মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ নতুন বছর। শুরুটা যেন সবার কাছেই নতুন। নব উদ্যোমে নতুনকে শুরু করতে যেন বাড়তি একটা ইমেজ কাজ করছে সবার মাঝেই। দেশের প্রতিটি খাতেই যেমন এর প্রভাব পড়েছে তেমনি প্রভাব পড়েছে একটি জাতির মাথা উচু করে দাড়ার যে পথ তা হলো শিক্ষা। বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদন্ড। মেরুদন্ডহীন মানুষ যেমন অচল, শিক্ষা ছাড়া একটি জাতিও তেমনি অচল। আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার। যারা আজ ছাত্র তারাই আগামী দিনের দেশের অভিভাবক। আগামীর এই অভিভাবকদের যথাসময়ে শিক্ষা উপকরণ তাদের হাতে তুলে দেওয়া ছিল একটি অন্যতম দায়িত্ব। কেননা নতুন বছরের নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা মানসিক ভাবে উৎফুলল হয়ে উঠে। যা তাদের শিক্ষা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। গতকাল বৃহস্পতিবার বগুড়া সদরের দক্ষিণভাগ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বই বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বগুড়া সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শেখেরকোলা ইউপি’র চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা। প্রধান অতিথি তার বক্তব্যে অত্র বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য হামিদুর রহমান, আবু তাহের, শমসের আলী, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য জবেদ আলী পাইকাড়, সফিকুল ইসলাম ধলু, সহকারী প্রধান শিক্ষিকা মাকসুদা আক্তার, শিক্ষক সফিকুল ইসলাম, আ ক ম সফিকুল ইসলাম, মিজানু রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান। অভিভাবক সমাবেশ ও বই বিতরণ উপলক্ষ্যে বিদ্যালয়ে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাত্র/ছাত্রীরা বই হাতে পেয়ে আনন্দে যেন আত্মহারা হয়ে উঠে।
----------------------------
শহীদুল ইসলাম স্বপন
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি
শহীদুল ইসলাম স্বপন
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি