মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার বগুড়া সদরের সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মাকসুদুল আলম সুজন পাইকাড়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বছরের শুরুতেই ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া ছিল আওয়ামী সরকারের অন্যতম অঙ্গীকার। শত বাধা বিপত্তির মধ্যেই দেশের ক্লান্তি লগ্নেও সরকার সে অঙ্গীকার পালন করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য যে, অত্র বিদ্যালয় ৬২ জন ছাত্র/ছাত্রী এবারের জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে ১০ জন , ৩৩ জন এবং ১৯ জন পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের পাশের হার শতভাগ হওয়ায় সভাপতি ছাত্র/ছাত্রীদের প্রসংশা করেন এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার জন্য সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য কামাল পাশা, মাহফুজুর রহমান বাবলু, আতাউর রহমান, ফেরদৌস আলম, ফাহিমা বেগম, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন, রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, ইমরান হোসেন, আলহাজ্ব আব্দুল করিম, শামীম আলী প্রমুখ।
----------------------------
শহীদুল ইসলাম স্বপন
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি