তিনি বলেন, আমি মনে করি এই নির্বাচনে জনগণের সম্পৃক্ততা ছিল না, জানামতে ভোট প্রাপ্তির হার তিন থেকে পাঁচ শতাংশের অধিক ছিল না।
কর্নেল অলি বলেন, বিভিন্ন ভোট কেন্দ্রে সরকারি বাহিনীর সদস্যরা ব্যালট পেপারে সিল দিয়ে সমগ্র দেশে জাল ভোট দিয়েছে। বিষয়গুলি দিবালোকের মতো পরিস্কার। কোনো অন্ধ লোকের পক্ষেও এটা বোঝা মুশকিল হবে না।
তিনি বলেন, আমরা আশা করি দেশবাসী ঐক্যবদ্ধভাবে ১৮ দলীয় জোট নেতা ঘোষিত সব কর্মসূচি আন্তরিকতার সঙ্গে পালন করে বর্তমান অনির্বাচিত সরকারের বিদায় নিশ্চিত করবেন। তিনি অবিলম্বে দেশের অবস্থা অনুধাবন করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নতুন নির্বাচনের ব্যবস্থা করুন।