চেতনা বার্তা ডেস্কঃ ভোটর বিহীন ভোট কেন্দ্র, ভোট চুরি, হামলা, সংঘর্ষ ও স্বতন্ত্র
প্রার্র্থীদের ভোট বর্জনের মধ্য দিয়ে একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট
গ্রহণ শেষ হয়েছে। দেশের প্রধান বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের
অংশগ্রহণ ছাড়াই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার বিকাল ৪ টায় ১৪৭টি
আসনে ভোট গ্রহণ শেষ হয়। এখন ভোট গণনা চলছে। এর আগে সকাল ৮টায় এ নির্বাচন
আরম্ভ হয়।
একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে ৩, রংপুরে ২, নীলফামারীতে ২, ফেনীতে ২, লক্ষ্মীপুরে ১ এবং নওগাঁয় ১, ঠাকুরগাঁও ৩, গাইবান্ধা ১ জন মারা যান।
শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচন প্রতিরোধের চেষ্টা চালালে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর :
দিনাজপুর : জেলায় পৃথক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বিএনপি নেতা বাবুল হোসেন, জাগপাকর্মী রায়হান মাসুদ এবং আনসার সদস্য আব্দুল ওয়াহেদ।
জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিনাজপুরের পার্বতীপুরে সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ দলীয় জোটের নেত্রাকর্মীরা ভোটকেন্দ্র দখল করতে গেলে আওয়ামী লীগ ও যৌবাহিনীর সঙ্গে ত্রিমুখি সংঘষের্র ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্য আব্দুল ওয়াহেদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
দুপুর ১২টার দিকে একই উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিছিল করার সময় যৌথবাহিনীর গুলিতে জাগপাকর্মী রায়হান মাসুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং ৫ জন গুলিবিদ্ধ হন।
এদিকে জেলার সদর উপজেলার নশিপুর ভোটকেন্দ্রে সহিংসতা, অগ্নিসংযোগ ও নির্বাচনী সরঞ্জামাদী ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে বাবুল হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতা প্রাণ হারিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে হামলা চালান ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময়ে তারা ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ছিনতাই ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে বাবুল হোসেন মরা যান। নিহত বাবুল সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বিএনপি নেতা ছিলেন।
দিনাজপুর সদর সার্কেল এএসপি আবু তারেক জানান, ওই সংঘষের্র সময় প্রিসাইডিং কর্মকর্তা, ২ পুলিশ সদস্য ও কয়েকজন আনসার সদস্য আহত হন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর : জেলার পীরগাছা দেওতি মেকুরা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাঙ ছিনতাইকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘষের্র ঘটনায় গুলিতে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতরা জামায়াত ও শিবিরের কর্মী ছিলেন।
রবিবার ভোরে এই ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার ভোর পর্যন্ত পীরগাছা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে থেকে ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় শিবিরের হামলায় প্রিসাইডং অফিসার আসাদ ও আনসার সদস্য রফিকুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে নিশ্?িছদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
নীলফামারী : জেলার ২ উপজেলায় যৌথবাহিনীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া এলাকার হাচি মামুদের ছেলে জামায়াতকর্মী মমতাজ আলী (৫৫) এবং ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ইছামুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
স্থানীয়রা জানান, রবিবার সকালে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল ভোটকেন্দ্রের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে জামায়াতকর্মী মমতাজ মারা যান এবং ১০ কর্মী আহত হন।
এদিকে শনিবার রাতে জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে যৌথবাহিনীর গুলিতে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন।
জানা যায়, ওই এলাকার খালিশা চাপানী ব্যাপারীটোলা আলিম মাদ্রাসায় রাতে হামলা চালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ফেনী : জেলার সোনাগাজী উপজেলায় ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদলকর্মী জামশেদ আলম (২৫) এবং ছাত্রদলকর্মী মোঃ শহিদুল্লাহ (২২) নিহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে ফেনী-৩ আসনের সোনাগাজীতে উত্তর চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জানা গেছে, সকাল ১০টার দিকে নির্বাচনবিরোধীরা কেন্দ্রে এসে ভোটগ্রহণে বাধা এবং ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই জামশেদ এবং সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেঙে শহীদুল্লাহ মারা যান।
পরে নিহত যুবদল কর্মী জামশেদ আলম ও মোঃ শহীদুল্লাহর লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে এবং আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ভোরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ায় এই আসনের অপর আরেকটি কেন্দ্র উত্তর-পশ্চিম চরদরবেশ প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
লক্ষ্মীপুর : জেলার রামগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল। তিনি ছাত্রশিবিরকর্মী বলে জানা গেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরিফ গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, নির্বাচনবিরোধীরা ভোটকেন্দ্রে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের গুলিতে রুবেল মারা যান এবং আরিফ গুলিবিদ্ধ হন।
নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বাবুল হোসেন (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব ও পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘষের্র সময় এ ঘটনা ঘটে। এছাড়া আরও ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক বিএনপি কর্মী নিহত হয়েছে।
আহতরা হলো- বাবুল হোসেন (৩৫), রহিদুল ইসলাম (৩৮), রাজু আহম্মেদ (১৭), উজ্জল হোসেন (২২), ভুট্টু কারিগর (২৬), রাকিব আহম্মেদ (২৭), জুয়েল রানা (৩২) ও গোলাম রব্বানী (৩০)। ঘটনার পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের সকলেই ওই গ্রামের বাসিন্দা।
মান্দা থানার ওসি আবদুল্লাহেল বাকি বিএনপি কর্মী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
মান্দা উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান জানান, দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে র্যাব ও পুলিশ তাদের নেতাকর্মীদের উপর গুলি চালায়। এতে গুরুত্বর আহত ৮জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকাল ৩টার দিকে বাবুল হোসেন মারা যায়।
এ ব্যাপারে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
ঠাকুরগাঁও: রাত এগারটার দিকে অজ্ঞাতরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সদর উপজেলার মোলানী ছেপড়িকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালায়। হামলায় সহকারী প্রিজাইডিং অফিসার জোবায়দুল হক, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম ও দুই পুলিশ কনস্টেবল আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোবায়দুল হককে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার সালন্দর ডিগ্রি মহাবিদ্যালয়ের পরিদর্শক।
রবিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-জামায়াত কর্মীরা হামলা চালালে কর্তব্যরত পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে হারুণ (৪০) ও একই গ্রামের জয়নাল (৩০) নামের দুজন নিহত হন।
গাইবান্ধা: রবিবার বিকাল ৩টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের মম্মথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অজ্ঞাতরা হামলা চালায়। এ সময় তারা বিদ্যালয়ের দরজা জানালা ভাঙচুর করে। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা বাধা দিতে এলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে শাহাবুল (৩৫) নামে জামায়াতের এক কর্মী নিহত হন। আহত হয় ১৫ জন।
একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে ৩, রংপুরে ২, নীলফামারীতে ২, ফেনীতে ২, লক্ষ্মীপুরে ১ এবং নওগাঁয় ১, ঠাকুরগাঁও ৩, গাইবান্ধা ১ জন মারা যান।
শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচন প্রতিরোধের চেষ্টা চালালে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর :
দিনাজপুর : জেলায় পৃথক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বিএনপি নেতা বাবুল হোসেন, জাগপাকর্মী রায়হান মাসুদ এবং আনসার সদস্য আব্দুল ওয়াহেদ।
জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিনাজপুরের পার্বতীপুরে সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ দলীয় জোটের নেত্রাকর্মীরা ভোটকেন্দ্র দখল করতে গেলে আওয়ামী লীগ ও যৌবাহিনীর সঙ্গে ত্রিমুখি সংঘষের্র ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্য আব্দুল ওয়াহেদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
দুপুর ১২টার দিকে একই উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিছিল করার সময় যৌথবাহিনীর গুলিতে জাগপাকর্মী রায়হান মাসুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং ৫ জন গুলিবিদ্ধ হন।
এদিকে জেলার সদর উপজেলার নশিপুর ভোটকেন্দ্রে সহিংসতা, অগ্নিসংযোগ ও নির্বাচনী সরঞ্জামাদী ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে বাবুল হোসেন (৪৫) নামে এক বিএনপি নেতা প্রাণ হারিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে হামলা চালান ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময়ে তারা ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ছিনতাই ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে বাবুল হোসেন মরা যান। নিহত বাবুল সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বিএনপি নেতা ছিলেন।
দিনাজপুর সদর সার্কেল এএসপি আবু তারেক জানান, ওই সংঘষের্র সময় প্রিসাইডিং কর্মকর্তা, ২ পুলিশ সদস্য ও কয়েকজন আনসার সদস্য আহত হন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর : জেলার পীরগাছা দেওতি মেকুরা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাঙ ছিনতাইকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘষের্র ঘটনায় গুলিতে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতরা জামায়াত ও শিবিরের কর্মী ছিলেন।
রবিবার ভোরে এই ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার ভোর পর্যন্ত পীরগাছা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে থেকে ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় শিবিরের হামলায় প্রিসাইডং অফিসার আসাদ ও আনসার সদস্য রফিকুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে নিশ্?িছদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
নীলফামারী : জেলার ২ উপজেলায় যৌথবাহিনীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া এলাকার হাচি মামুদের ছেলে জামায়াতকর্মী মমতাজ আলী (৫৫) এবং ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ইছামুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
স্থানীয়রা জানান, রবিবার সকালে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল ভোটকেন্দ্রের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে জামায়াতকর্মী মমতাজ মারা যান এবং ১০ কর্মী আহত হন।
এদিকে শনিবার রাতে জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে যৌথবাহিনীর গুলিতে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন।
জানা যায়, ওই এলাকার খালিশা চাপানী ব্যাপারীটোলা আলিম মাদ্রাসায় রাতে হামলা চালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ফেনী : জেলার সোনাগাজী উপজেলায় ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদলকর্মী জামশেদ আলম (২৫) এবং ছাত্রদলকর্মী মোঃ শহিদুল্লাহ (২২) নিহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে ফেনী-৩ আসনের সোনাগাজীতে উত্তর চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জানা গেছে, সকাল ১০টার দিকে নির্বাচনবিরোধীরা কেন্দ্রে এসে ভোটগ্রহণে বাধা এবং ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই জামশেদ এবং সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেঙে শহীদুল্লাহ মারা যান।
পরে নিহত যুবদল কর্মী জামশেদ আলম ও মোঃ শহীদুল্লাহর লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে এবং আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ভোরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ায় এই আসনের অপর আরেকটি কেন্দ্র উত্তর-পশ্চিম চরদরবেশ প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
লক্ষ্মীপুর : জেলার রামগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল। তিনি ছাত্রশিবিরকর্মী বলে জানা গেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরিফ গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, নির্বাচনবিরোধীরা ভোটকেন্দ্রে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের গুলিতে রুবেল মারা যান এবং আরিফ গুলিবিদ্ধ হন।
নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বাবুল হোসেন (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব ও পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘষের্র সময় এ ঘটনা ঘটে। এছাড়া আরও ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক বিএনপি কর্মী নিহত হয়েছে।
আহতরা হলো- বাবুল হোসেন (৩৫), রহিদুল ইসলাম (৩৮), রাজু আহম্মেদ (১৭), উজ্জল হোসেন (২২), ভুট্টু কারিগর (২৬), রাকিব আহম্মেদ (২৭), জুয়েল রানা (৩২) ও গোলাম রব্বানী (৩০)। ঘটনার পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের সকলেই ওই গ্রামের বাসিন্দা।
মান্দা থানার ওসি আবদুল্লাহেল বাকি বিএনপি কর্মী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
মান্দা উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান জানান, দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে র্যাব ও পুলিশ তাদের নেতাকর্মীদের উপর গুলি চালায়। এতে গুরুত্বর আহত ৮জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকাল ৩টার দিকে বাবুল হোসেন মারা যায়।
এ ব্যাপারে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
ঠাকুরগাঁও: রাত এগারটার দিকে অজ্ঞাতরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সদর উপজেলার মোলানী ছেপড়িকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালায়। হামলায় সহকারী প্রিজাইডিং অফিসার জোবায়দুল হক, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম ও দুই পুলিশ কনস্টেবল আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোবায়দুল হককে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার সালন্দর ডিগ্রি মহাবিদ্যালয়ের পরিদর্শক।
রবিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-জামায়াত কর্মীরা হামলা চালালে কর্তব্যরত পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে হারুণ (৪০) ও একই গ্রামের জয়নাল (৩০) নামের দুজন নিহত হন।
গাইবান্ধা: রবিবার বিকাল ৩টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের মম্মথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অজ্ঞাতরা হামলা চালায়। এ সময় তারা বিদ্যালয়ের দরজা জানালা ভাঙচুর করে। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা বাধা দিতে এলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে শাহাবুল (৩৫) নামে জামায়াতের এক কর্মী নিহত হন। আহত হয় ১৫ জন।