GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল রবিবার বগুড়া সদরের বাঘোপাড়ায় আন্ত:জেলা পিক-আপ কল্যাণ সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়। বাঘোপাড়া বন্দর আন্ত:জেলা পিক-আপ কল্যাণ সমিতির সভাপতি নাছির উদ্দিন ড্যাফল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সততা, নিষ্ঠা ও পরিশ্রমী হওয়ার মাধ্যমে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ভোগ করবে। শ্রমিক ও পরিবহন মালিকদের সু-সম্পর্ক গড়ে তোলা উভয়েরই দায়িত্ব। শ্রমিক ছাড়া মালিক অচল, মালিক ছাড়া শ্রমিক অচল। তাই উভয়কেই কাদে কাদ মিলিয়ে এর উন্নয়নে কাজ করতে হবে। শ্রমিকদের নবর্ষের শুভেচ্ছা জানিয়ে আব্দুল মান্নান তাদের উদ্যোশ্যে বলেন, সংগঠন বিরোধী বা মালিকপক্ষের কোন ক্ষতি হয় এমন কাজ থেকে শ্রমিকদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া প্রধান অতিথি তার বক্তব্যে উক্ত সংগঠনের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রুমান, বাঘোপাড়া পিকআপ কল্যাণ সমিতির উপদ্ষ্টো আসাদ আলী, উপদেষ্টামন্ডলীর সদস্য সাংবাদিক শহীদুল ইসলাম স্বপন, বাঘোপাড়া পিক-আপ ড্রাইভার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহন, আবু সাঈদ, সোহেল, ইমরান, বাবু, মিনিষ্টার, বাবুল প্রমুখ। 
Comments
0 Comments
 
Top