GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ আগামী সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশ্ব ইজতেমার আখেরী মোনজাত ও পূজা উৎসবের কারণে হরতাল পেছানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার তাবলীগ জামায়াতের ইজতেমা শেষে মুসুল্লিদের যাতায়াত ও মঙ্গলবার হিন্দু ধর্মাবলম্বীদের স্বরসতী পূজায় মানুষের যাতায়াতের কথা বিবেচনায় করে আমাদের সোমবারের কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার একই দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
উল্লেখ, দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদ সোমবার হরতাল কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত। গতকাল শুক্রবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে।
বিবৃতিতে আরো বলা হয়, ২০০৪ সালের ১ এপ্রিল দায়ের করা ১০ ট্রাক অস্ত্র মামলার এফআইআর-এ মাওলানা মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ জুন দাখিল করা চার্জশিটেও মাওলানা নিজামীর নাম ছিল না। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬ জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্তর্ভুক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করে।
Comments
0 Comments
 
Top