চেতনা বার্তা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ ও চেয়ারপারসনের
উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। এছাড়া,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন আদেশ
বহাল রেখেছেন চেম্বার বিচারপতি।
আজ (সোমবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও
বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চ আলাদা তিন মামলায় বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আট সপ্তাহের আগাম জামিন
মঞ্জুর করেন।
গাড়ি পোড়ানোর পৃথক ঘটনায় মির্জা ফখরুলের
বিরুদ্ধে গত বছরের ২৮ নভেম্বর শাহবাগ থানায় এবং ১ ও ২৫ ডিসেম্বর রমনা থানায়
মামলা হয়। এসব মামলায় ১৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে
এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে হয়রানি ও
গ্রেফতার না করতে নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার
বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ২৭
জানুয়ারি আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন এ
জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি
জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
এ দিকে, দুদকের দায়ের করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদকে জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি নাইমা হায়দার ও
বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন দেন। মওদুদ আহমদের
আইনজীবীরা জানিয়েছেন, এই মামলাসহ ছয়টি মামলায় তিনি (মওদুদ আহমদ) জামিন
পেয়েছেন। তাঁর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
এদিকে, রাজধানীর রমনা থানায় দায়ের করা
ভাঙচুর ও বিস্ফোরক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার
কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জামিন মঞ্জুর করেছেন
হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন দেন।
এছাড়া, বাংলামোটরে গাড়িতে অগ্নিসংযোগ ও
পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম
মিয়ার জামিন আদেশ বহাল রেখেছেন চেম্বার বিচারপতি।
সোমবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের
শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। এর আগে ২৬
জানুয়ারি এ মামলায় রফিকুল ইসলাম মিয়া হাইকোর্ট থেকে জামিন পান।