GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তবে কাজটি যে সহজ নয় তা ভালোভাবেই জানেন তামিম-সাকিবরা; কারণ, ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব খাতেই উন্নতি করতে হবে।

গত বৃহস্পতিবার ঢাকায় প্রথম টেস্টের দেড়দিন বাকি থাকতেই ইনিংস ব্যবধানে পরাজিত হয় স্বাগতিকরা। ওই টেস্টে ব্যাটিং বা বোলিংক কোনোটিই ভাল হয়নি টাইগারদের; সেইসঙ্গে যোগ হয়েছিল ক্যাচ ড্রপের প্রতিযোগিতা।

বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল-হাসান বলেছেন, তার দলের খেলোয়াড়রা ঢাকার ব্যর্থতা পেছনে ফেলে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চান। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের চমৎকার পিচে তারা ভাল ক্রিকেট খেলতে চান। তিনি বলেন, ঢাকায় হেরে সবাই অনেকটা ভেঙে পড়েছিল। কিন্তু এখন তাদের মনোবল ভাল এবং তারা পরের ম্যাচ নিয়েই চিন্তা করছে। সাকিবের মতে, একটি ম্যাচ কারাপ হতেই পারে; কিন্তু পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। কিন্তু ঘুরে দাঁড়াতে হলে সবখাতে বিশেষ করে ফিল্ডিংয়ে ভাল করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।

এদিকে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা দ্বিতীয় ম্যাচেও জয়লাভের আশা প্রকাশ করেছেন। তবে খেলা শুরুর আগেই ‘জিতে গেছি’ এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন।

শ্রীলঙ্কা ও বাংলাদেশ এ পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে। এর মধ্যে আটটিতে ইনিংস পরাজয় হয়েছে বাংলাদেশের। ছয়টিতে অল্প ব্যবধানে হেরেছে বাংলাদেশ এবং মাত্র একটি টেস্ট ড্র হয়েছে।

চট্টগ্রাম টেস্টের সম্ভাব্য দল:

বাংলাদেশ: মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, মারশাল আইয়ুব, সাকিব আল-হাসান, নাসির হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মোহাম্মাদ মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।

শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চন্ডিমাল, দিমুথ করুণারত্নে, কৌশল সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিন্তুরুয়ান ভিথানাগে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গ লাকমাল, শামিন্ডা এরাঙ্গা, নুয়ান প্রদীপ, বিশ্ব ফার্নান্ডো এবং অজন্ত মেন্ডিস।
Comments
0 Comments
 
Top