GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ ইরানে ইসলামী বিপ্লবের ৩৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে আজ থেকে ১০ দিনব্যাপী অনুষ্ঠান পালন শুরু হয়েছে। ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারি সকাল ৯টা ১১ মিনিটে ইসলামী ইরানের স্থপতি মরহুম ইমাম খোমেনী (রহঃ) প্রায় ১৫ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে আসেন।

তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ১০ দিনের মাথায় ১১ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় ঘটে। প্রতি বছর ইমাম খোমেনী (রহ.)-র স্বদেশ প্রত্যাবর্তনের মূহুর্ত থেকে ইরানজুড়ে অনুষ্ঠানমালা উদযাপন শুরু হয়। 'আলোকোজ্জ্বল দশ প্রভাত' শীর্ষক ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিনে আজ সকালে ইমাম খোমেনী (রহঃ)-র মাজার জিয়ারত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

৩৫ বছর আগে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি মরহুম ইমাম খোমেনী (রহ.)-র নেতৃত্বে ইরানি জাতি আড়াই হাজার বছরের রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামী বিপ্লব সফল করে। সে সময় থেকে আজও ইসলাম ধর্মের দিক-নির্দেশায় দেশটি পরিচালিত হচ্ছে।
Comments
0 Comments
 
Top