GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

চেতনা বার্তা ডেস্কঃ আজ হতে ৪৬ সৌর বছর আগে এই দিনটিতে ঘটেছিল ভিয়েতনামে মার্কিন নৃশংসতার সাক্ষ্য হিসেবে বিশ্বব্যাপী নিন্দিত এক চাঞ্চল্যকর ঘটনা।

ঘটনাটি হল হানাদার ও দখলদার মার্কিন সেনাদের নির্দেশে দক্ষিণ ভিয়েতনামের পুলিশ প্রধান নেউইন নক লোন (Nguyen Ngoc Loan) ভিয়েতকং কর্মকর্তা নেউইন ভান লেমকে (Nguyen Van Lem) প্রকাশ্যে খুব কাছ থেকে পিস্তলের গুলি চালিয়ে হত্যা করে।

ভানের মাথার কাছে পিস্তল উঁচিয়ে তাকে গুলিবিদ্ধ করার ওই দৃশ্য ভিডিওতে রেকর্ড করা হয় এবং এই দৃশ্যের স্থিরচিত্রও গ্রহণ করা হয় ক্যামেরার মাধ্যমে। ভিডিও দৃশ্যটি রেকর্ড করেন ও এর স্টিল ফটোগ্রাফ বা স্থিরচিত্রটি তোলেন এ্যাডি অ্যাডামস।

পরে এই দৃশ্য বিশ্বব্যাপী প্রচারিত হলে ভিয়েতনামে মার্কিন বর্বরতার বিরুদ্ধে জনমত জোরদার হয়ে ওঠে। ভিয়েতনামের ওপর চাপিয়ে দেয়া মার্কিন যুদ্ধ শেষ হয়েছিল হানাদার মার্কিন বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে।

ভিয়েতনামের মাইলাই গ্রামের গণহত্যাসহ মার্কিন সেনাদের পরিচালিত নানা গণহত্যা, বেসামরিক ভিয়েতনামীদের ওপর মার্কিন রাসায়নিক অস্ত্র ব্যবহার, ধর্ষণ ও অন্যান্য পাশবিকতা আধুনিক যুগের ইতিহাসে মার্কিন বর্বরতার অন্যতম কলঙ্কিত অধ্যায়।

তবে সম্ভবত জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা মেরে লাখ লাখ নিরপরাধ নাগরিককে হত্যা করা ছিল খুব কম সময়ের মধ্যে মার্কিন বর্বরতার সবচেয়ে বড় অধ্যায়। কিন্তু দেশে দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ, পর্যায়ক্রমিক গণহত্যা, গুপ্তহত্যা ও অমানবিক নিষেধাজ্ঞা আজও অব্যাহত রয়েছে।
Comments
0 Comments
 
Top