GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com

মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ   শনিবার বগুড়া সদরের উত্তর বাঘোপাড়া গ্রামিন যুব টুর্নামেন্টের সদস্য ও এলাকার যুবকেরা বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত সকাল ও কালের খবর পত্রিকায় ভুয়া ও অসত্য সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকা ২টিতে মহাসড়কের উপর আগুন ধরে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ।
ঘটনা বিবরণে প্রকাশ,গত শুক্রবার বিকালে বগুড়া সদরের উত্তর বাঘোপাড়া গ্রামিন যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত  হয়। সংবাদটি ২টি পত্রিকার মহাস্থান প্রতিনিধি ও পত্রিকা বিক্রেতা হকার আঃ হান্নান টগর নিজের মনগড়া মতে অনুষ্ঠানের স্থান উত্তর বাঘোপাড়া না লিখে গোকুল উত্তর পাড়া লিখে সংবাদ পরিবেশন করে , এতে করে টুর্নামেন্টের সদস্য ও এলাকার যুবকেরা সত্য সংবাদ সম্পর্কে অজ্ঞ সাংবাদিক এবং হকার দ্বারা সংবাদ পরিবেশন করায় পত্রিকা ২টিতে আগুন ধরে দেয় । উক্ত সংবাদ পেিবশন কারী দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের কে পত্রিকা থেকে বহিষ্কার করার জন্য এলাকা বাসী কতৃ পক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং পত্রিকার মান বজায় রাখার জন্য আহবান জানান । বিক্ষোভ প্রদর্শন কালে  উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সহ সভাপতি এ ফারুক হিরো,আমিনুর ইসলাম (মিঠু),আঃ রাজ্জাক (রাজু),রফিকুল ইসলাম (সাজু),কামরুজ্জামান(পিন্টু) মিজানুর রহমান(বিটল) প্রমুখ।
Comments
0 Comments
 
Top