স্টাফ রিপোর্টারঃসোমবার বগুড়া জেলা মটর শ্রমিক নেতাকে গ্রেফতার করার প্রতিবাদে স্থানীয় মটর শ্রমিক নেতারা মহাস্থানে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। তার কিছুক্ষণ পরেই কে বা কারা গোকুল বলাকা সিনেমা হলের সামনে মাছ বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা।
জানাগেছে, বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের জনৈক নেতাকে পুলিশ কর্তৃক গ্রেফতারের প্রতিবাদে বিকাল ৪টায় মহাস্থানে স্থানীয় শ্রমিক নেতারা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে শিবগঞ্জ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং পরিস্থিত সান্ত করার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেখানে বিজিবি ঘটনাস্থলে পৌছিলে অবরোধকারীরা সরে পড়ে। এদিকে ঘটনার অল্পক্ষণ পরেই সদরের গোকুল বলাকা সিনেমা হলের সামনে চট্রগ্রাম থেকে রংপুরগামী একটি মাছ বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। পুলিশ ও বিজিবি’র টহল ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনগণের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ট্রাকের সামনের অংশ পুরে যায় এবং ট্রাকে থাকা মাছের মালিক চট্রগ্রাম এর দারাহাট গ্রামের শহিদুল ইসলাম এর পুত্র সাইদুল ইসলাম (৪০) আহত হয়।
( আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : ১৬-০২-২০১৫ ইং)