GuidePedia
আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে এখানে ক্লিক করুন অথবা মেইল করুন: chetonabarta@gmail.com


স্টাফ রিপোর্টারঃ শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বরাইল সমবায় সমিতি এন্ড ক্রীড়া সংঘ আয়োজিত ফাইনাল ফুটবল খেলা গতকাল ১৪ ফেব্রুয়ারী বরাইল গ্রাম খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলা অংশগ্রহন করেন, জামুর নবরতœক্লাব একাদশ বনাব ভটভটি কল্যাণ সমিতি একাদশ। খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক থানা কমান্ডার ও সভাপতি চেয়ারম্যান এ্যাসোসিয়েশন আলতাব হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, রায়নগর ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরব ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, সাবেক বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মতিন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি সদস্য আঃ রাজ্জাক,ওহেদুল ইসলাম হাম্মাদ,রায়হান আলী, উপস্থিত ছিলেন আঃ মালেক,বুড়িগঞ্জ ইউপি সদস্য গোলাম মোস্তফা, আজিজুল হক সঞ্জাব, আব্দুল মালেক, মোশারফ হোসেন, প্রাক্তন শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, বিএনপি সভাপতি মোকাব্বর হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, প্রাক্তন ইউপি সদস্য দেলবর সরকার, মোজাম্মেল হক, স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গের মধ্যে বিশিষ্ট্য ব্যবসায়ী ফজলু সরদার, বরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল হান্নান, সমাজ সেবক পুলক কিশোর চাকী। সার্বিক সহযোগিতায় নাজমুল, জুয়েল, মতিন, মনতাজ, ছাইফুল, সামছুল, শহিদুল, করিম, আলিম, জিন্নাহ, নাছির, ফারুক, সাজু, সোহেল, মান্নান, রানা, রঞ্জু, নোমান, সাইদুর। খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা.ফু.ফে ও বগুড়া জেলা ক্রড়ী সংস্থার তালিকাভুক্ত রেফারী ফজলে রাব্বী, সহকারী রেফারী জোবায়ের রহমান, শফিকুল ইসলাম বাবু। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত হলে সরাসরি ট্রাই ফিগারের মাধ্যমে জামুর নবরতœ ক্লাব জামুরহাট ভটভটি সমিতিকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি লাল টুকটুকে বিরাট গরু ও রানার আপ দলকে একটি খাসি প্রদান করা হয়। বর্তমান রাজনৈতিক সহিংসতা ও লাগাতর অবরোধকে উপেক্ষা করে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ফুটবল খেলা দেখার জন্য শিবগঞ্জ উপজেলা সহ পার্শ্ববর্তী কালাই দুপচাচিয়া উপজেলাসহ এলাকার কয়েকটি ইউনিয়নের প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
( আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: ১৪-০২-২০১৫ইং )
Comments
0 Comments
 
Top