স্টাফ রিপোর্টার: আগামী বুধবার পবিত্র ঈদ উল আযহা। করোনা সংক্রমণ রোধে গত তিন ঈদের মত এবারও ঈদগাহে ঈদের নামাজ আদায়ে বগুড়ায় নিধেধাজ্ঞা রয়েছে।
বগুড়ায় দিন দিন করোনার সংক্রমণ আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত দিয়েছে। এ কারণে মসজিদে মসজিদে ঈদের জামাত হবে। পাড়া মহল্লার মসজিদে মসজিদে অন্তত দুটি জামাত হবে। বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রথম জামাত হবে সকাল ৭টায়। এই জামাতের ইমামতি করবেন কেন্দ্রিয় ঈদগাহের ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা আব্দুল কাদের। এই মসজিদে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৮ টায়। কেন্দ্রিয় বড় মসজিদে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়। সেই জামাতের ইমামতি করবেন মাওলানা আজগর আলী। সকাল সোয়া ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
শহরের কলোনীস্থ জামিল মাদরাসায় সকাল ৭টায় ঈদের জামাত হবে। চক সুত্রাপুর জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে। আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন বাইতুল হাফিজজামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮ টায়।
ঠনঠনিয়া প্রথম লেনস্থ বাইতুর মামুর জামে মসজিদে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সোয়া ৮টায়। দক্ষিণ ধাওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।