আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফর বিতরণ করা ১৬ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে আদমদীঘির নশরতপুর ইউনিয়ন পরিষদের পাশে রাস্তা থেকে চালগুলো জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে দুস্থ ও গরীবদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ভিজিএফর চাল বিতরণ শুরু করা হয়েছে।
সোমবার সকাল থেকে উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত ১ হাজার ৫৭৫ জন গরীব ও দুস্থদের মাঝে চাল বিতরণ শুরু করেন কর্তৃপক্ষ। দুপুরে এক শ্রেণির চাল ব্যবসায়ী সুবিধাভোগিদের কাছে থেকে স্বপ্লমূল্যে চাল কিনছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন নসরতপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ইউপির পাশে রাস্তা থেকে ক্রয় করা ১৬ বস্তা চাল জব্দ করেন। এসময় চাল বিক্রেতা ও ক্রয়কারিরা পালিয়ে যায়। জব্দকৃত চাল পুলিশ হেফাজতে রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন জানান।