সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: সান্তাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ রাকিবুল ইসলাম রাকিব (৪০) নামে এক ওষুধ ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট মহল্লার আমিনুল হকের ছেলে। আজ শনিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, তাসীন ফার্মেসীর সত্বাধিকারি রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘ দিন ধরে তার ঔষধের দোকান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলো।
এর আগে গত ২২ ডিসেম্বর তার বাবা ও দুই
কর্মচারি বিক্রির সময় হাতে নাতে গ্রেফতার হয়েছিলো। এরপর সে দোকানের
পাশাপাশি বাড়ি থেকে ব্যবসা চালিয়ে আসছিলো। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায়
সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকায় নিজ বাড়ির সামনে বিক্রির জন্য অবস্থান
করা কালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করে। তার শরীর তল্লাশী করে ৪০ পিস এবং পরে বাড়ির আলমিরা থেকে ৪৬০ পিস
অর্থাৎ মোট ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, শনিবার দুপুরে রাকিবুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।