কিশোরগঞ্জ শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে হয়রানি ও হেনস্থা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় স্কুলের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেন, স্থানীয় একটি কুচক্রী মহলের প্ররোচণায় মিথ্যা অপবাদ দিয়ে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে পদত্যাগ করতে মানসিক চাপ দেয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ অবস্থাতেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একজন শিক্ষিকাকে হয়রানি করা হচ্ছে।