চেতনা বার্তা ডেস্কঃ শনিবার শুরু হওয়া শীতের বই উৎসবের রবিবার ছিল দ্বিতীয় দিন। বই পাঠ ও
প্রদর্শনের পাশপাশি এদিনের বিশেষ আয়োজন ছিল সাংবাদকর্মীদের সাথে মতবিনিময়।
ঋতুভিত্তিক বই উৎসবের নিয়মিত আয়োজনগুলি কেমন হওয়া উচিত, কিভাবে এটিকে আরো
সমৃদ্ধ করা যায়, এরকম নানা প্রসঙ্গ নিয়ে গতকাল রবিবার বিকাল সাড়ে চারটায়
মতবিনিময় করেন একগুচ্ছ সাংবাদিক। আলোচনায় অংশ নেন দৈনিক করতোয়া বার্তা
সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, দৈনিক উত্তরের খবরের নির্বাহী সম্পাদক
সাজেদুর রহমান সিজু, আলোকচিত্রী আসাফ-উদ-দৌলা ডিউক, দিনকালের খবরের চিফ
রিপোর্টার জিল্লুর রহমান শামীম, দৈনিক অর্থনীতি প্রতিদিনের প্রতিনিধি
প্রতীক ওমর, অনলাইন নিউজ পোর্টাল ডব্লিউনিউজবিডি-ও সম্পাদক মন্জুরুল ইসলঅম
মেঘ, বগুড়া সংবাদ ডট কম-এর শামসুজ্জোহা, টাইম কর্পোরেশনের অংশু মোস্তাফিজ ও
সুলতান স্যানাল এবং দ্বিমাসিক সৃষ্টির সম্পাদক হাসান রুহুল।আরও বক্তব্য
রাখেন কৃষিযন্ত্রাংশ ব্যবসায়ী মিজানুর রহমান মামুন, শিক্ষার্থী সাদিয়া।
সাংবাদিকদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সমৃদ্ধ আকারে ও উপযুক্ত স্থানে বসন্তের বই উৎসব উদযাপনের বিষয়টি আলোচিত হয়। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় রোড থিয়েটার-এর আয়োজনে এবং ক্রিয়েটিভ লেবারস-এর ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপি শীতের বই উৎসব-এর শুভ সূচনা হয়।
সাংবাদিকদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সমৃদ্ধ আকারে ও উপযুক্ত স্থানে বসন্তের বই উৎসব উদযাপনের বিষয়টি আলোচিত হয়। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় রোড থিয়েটার-এর আয়োজনে এবং ক্রিয়েটিভ লেবারস-এর ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপি শীতের বই উৎসব-এর শুভ সূচনা হয়।