শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: বসতভিটা বা বসবাসের জন্য নেই কোনো নিজস্ব জায়গা-জমি, নেই কোনো বাড়ি। জন্ম সনদ হিসাবে তার জন্ম হয় ১৯৩৯ ইংরেজী সনের ১১ ডিসেম্বর। সে হিসাবে তার বয়স এখন ৮৩ বছর। তিনি বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বালাকৈগাড়ী মাঠপাড়া গ্রামের মৃত আমানুল্লাহ প্রামানিকের পুত্র মোঃ নমির উদ্দীন প্রামানিক। জাতীয় পরিচিতি, বয়স ও বার্ষিক আয় হিসেবে সরকারি নিয়ম অনুযায়ী বয়স্কভাতা পাওয়ার সকল যোগ্যতাই রয়েছে তার। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো বয়স্ক ভাতা পাননি। থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের একটি ঘরও জোটেনি তার কপালে। নিয়মিত সরকারী/বেসরকারী ভাবে কোনো প্রকার অনুদান/ভাতাও পায় না সে। ৬৫ পার হয়ে ৮৩ বছর বয়স হলেও এখনও অধিকার থেকে বঞ্চিত নমির উদ্দীন।
মোঃ নমির উদ্দীন প্রামানিক |
জানা যায়, নমির উদ্দীন ২টি বিয়ে করেছেন। ১ম স্ত্রীর ২ছেলে, পেশায় ভ্যান চালক এবং ২টি কন্যাকে বিয়ে দিয়েছেন। ২য় স্ত্রীর কোনো সন্তান নেই। প্রায় ৯বছর পূর্বে প্রথম স্ত্রী ও সন্তানরা বাড়ি থেকে বের করে দেয় নমির উদ্দীনকে। ২য় স্ত্রীসহ পার্শবর্তী বাঘোপাড়া বন্দর সংলগ্ন অপরিচ্ছন্ন বাগানে খড়কুটো দিয়ে একটি ঘর তৈরী করে বসবাস করছের। জীবিকার নির্বাহের জন্য বেছে নিয়েছে ভিক্ষার পথ। ২য় স্ত্রী মইরা বেগম ও তার ভিক্ষাতেই কোনো রকমে চলে তাদের সংসার।
নমির উদ্দীন জানান, সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিলে উপায় না পেয়ে ২য় স্ত্রীকে নিয়ে ভিক্ষার পথ বেঁছে নেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলেও আশ্বাস ছাড়া কিছুই পায়নি সে।
স্ত্রী মইরা বেগম বলেন, ‘‘গরীব মানুষের কেউ নাই বাবা। ভোটের আগে ম্যালা মানুষ আসে ভোট লেওয়ার জন্য। ভোট হয়ে গেলে আর কেউ খোঁজ নেয়না।’’
এ ব্যাপারে শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, নমির উদ্দীনের নিজস্ব কোনো বাড়ি নেই, কখন কোথায় থাকে ঠিক মতো খোঁজ পাওয়া যায়না। সেকারণে বয়স্কভাতা তালিকার সময় তাকে খোঁজ দেওয়া সম্ভব হয় না। এছাড়া সেও ঠিকমতো যোগাযোগ করে না আমাদের সাথে। তাছাড়া আগের চেয়ারম্যান মূলত তালিকা করেছেন, ধীরে ধীরে আমি তা সংশোধন করছি। স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে শীঘ্রই তার একটি ব্যবস্থা করা হবে। সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগম বলেন নমির উদ্দিনের বাড়ি বালাকৈগাড়ী তা আমি জানি কিন্তু সে কোথায় যেনো থাকে? আমাদের সাথে যোগাযোগ করলে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে উনার বাসস্থান ও বয়স্কভাতার ব্যবস্থা করা হবে।